আমরা আসলে কবি-ই নয়
মনের কথা লিখি খেয়াল খুশি !
তবু গোপনে বিদ্ধ করে ভয়
দুঃখ সাজিয়ে মুখ লুকিয়ে হাসি !!
আমরা আসলে মানুষ নয়
মানুষ সাজার চেষ্টা আছোলা বাঁশে !
মানুষ হলে সত্যি হতো জয়
মানুষ হলে থাকতো মানুষ পাশে !!
আমরা আসলে প্রেমিক নয়
প্রেমিক হলে এ-হৃদয় হতো স্বর্গ !
হতো কি মন নিয়ে নয়-ছয়
প্রেমের চরণে এ-প্রাণ হতোই অর্ঘ !!
আমরা আসলেই বন্ধু নয়
বন্ধু হলে চিরন্তন বন্ধন হতো শক্ত !
অবিশ্বাসের বিশ্বাস অক্ষয়
অবুঝ আবেগে ঝরাতো না ভাই রক্ত !!
আমরা আসলে কিছুই নয়
তবু অনেক কিছু ভাবি ভাবের বশে !
জীবনভর আজীবনের ক্ষয়
সঠিক হলে থাকতো জীবন পাশে !!