হৃদয়ে বিষের জ্বালা
তবুও রাস্তায় চলা,
হাসি-কান্নায় জীবন বড়োই জটিল !
জোর করে তবু বলি
করে যাই গলা-গলি
এ-মন জানে, সে'জন কতটা কুটিল !!
শুধুই কাল কাটানো
সুরেতে সুর মেলানো
একা আমি নয় তুমিও বলবে এ-কথা !
স্বপ্ন মনেতে সোনালী
তেল-জলের মিতালী
বুকের খাঁচায় জড়িয়ে জাপটে ব্যাথা !!
দিনের দ্বন্দ্ব জীবন্ত
আঁধারে দুঃখ অনন্ত
সব মিলিয়েই জীবন সতত বিচিত্র !
শুরু থেকে শেষ ধাঁধা
নিজেই নিজের বাধা
এভাবে সময় আঁকে চিরকালের চিত্র !!