স্বর্ণালী স্বপ্নের ক্ষণগুলো; স্মৃতির সরণিতে-
নির্বাক ফলক হয়েও চিরউজ্জ্বল !
একদিন ভাঙা পড়বে অন্য দর্শনে,
যাওয়ার আগেও পোড়াবে প্রাণের শান্তি,
এই পালাবদলের দুর্দিনে ...
দু'পক্ষের আকাঙ্খা ছিল, তবু-
সেভাবে ছুঁতে পারিনি তোমায় !
যদিও ব্রম্ভচারী বা সাধক নই,
আসলে ধরতে চাইলে, দূরত্বকেও -
আন্তরিক হতে হয় সঠিক সময়ে...
নৌকা চিরকাল দু'পাড় বাঁধতে চেয়েও
অক্ষম ভাঙ্গনের যন্ত্রনায় !
ব্যর্থ বাতাসে হারায়, নাম ধরে-
মরমী মনের হাঁকডাক !
অথচ; আন্তরিকতার অভাব ছিলো না কখনো...
কতো কাহিনী জন্মায়; মরে- প্রত্যেক পলে !
কে রাখবে হিসাব ?
নিজের লাভ-ক্ষতি ছাড়া !
চোখ- নতুন আশার কাজলে ভুলবে কান্নার কালিমা !
গোপনে মনের ভূগোলে নোনাজলের উচ্চতা বাড়ছে
ডুববে বিশ্বাসের বসতি ...