রুমাল দিয়ে চোখ মুছেনে, আর কাঁদিস না ভাই !
কষ্ট লুকিয়ে চলতে শিখলে, শত্রুর মুখে ছাই !!
সময়ের ব্যাথা সময়ে হারাবে, কাল'কে নতুন দিন !
আজ নিজেকে গোছাতে পারলে, বাড়বে না আর ঋণ !!
হাসির খরচ কানাকড়ি নয়, তবুও অধরে অধরা !
প্রেমের বদলে প্রাণ পুড়লো, কেমন উল্টো ধারা !!
কি দিয়ে সুখ বন্দি হবে, ভাবতে জীবন পার !
যুদ্ধ থামালে জরিমানা হয়, যুদ্ধ জিতেও হার !!
অবাক চোখের একশো প্রশ্ন, পরের মুখেই ঝাল !
না চলা পথ বিপথ ছিল, পথিক বলবে কাল !!
মুখো-মুখী ধরলে হিসাব, সব দিকটাই ভুল !
মন বাগিচায় গোপন মড়ক, নষ্ট খোঁপায় ফুল !!
ত্যাগের শান্তি সর্বযুগে, ভোগের মায়াও জ্যান্ত !
সামলে এগোও সংসারী মন, সং সাজাতেই অন্ত !!