তাকিয়ে দেখো স্বপ্ন চোখে
মেঘ-ভাঙা ওই সূর্যালোকে
না হয় নতুন নজর দিয়েই দেখো !
দেখতে পাবে নীরব হৃদয়
সব বিপর্যয়েও অকুতোভয়
না হয় তুমি ছেঁড়া পাতাতেই লিখো !!
কতটা অভাব আগুন আনে
যার দাবানল সেইতো জানে
বাইরে থেকেই মলম লাগায় বিশ্ব !
গভীরের ব্যাথা গোপনে বাড়ে
ছায়া কি ভাবে আলোতে হারে
জ্ঞানের বাণী বোধকে করে নিঃস্ব !!
সবাই স্বভাবে প্রকৃত দামি
ভাবের রাজ্যে ভূপতি তুমি
দর্শন তাই দর্পনে যায় হারিয়ে !
সম্পর্কের সাদা-কালো দাগ
জন্ম-মৃত্যুর জীবন অনুরাগ
আদিম থেকে আজও আছে দাঁড়িয়ে !!