চিরকাল আসি বলেই সবাই চলে যায়
তুমিও যেও; আসার আশা কে বাঁচিয়ে রেখে,
আমি নিরাশায় তিলে তিলে মরবো না,
তাই- বিন্দাস হয়েই যাও, সব বন্ধন খুলে দিলাম !
যদি আবার কোনোদিন কোনো পথের বাঁকে
দেখা হয় বা তুমি ফেরো
মন মালঞ্চে মালি হওয়া আর হবে না !
আমার বিশ্বাসের পাড়ে ভাঙ্গন লেগেছে
কি আর থাকবে বাকি, আমি ছাড়া !
মুগ্ধ হাসির উপহার উপহাস হয়ে যায় ক্ষেত্র বদলে !
কেবল- মূর্খ যন্ত্রনা সুদে আসলে বাড়ে সর্বাবস্থায় ...