তোমাকে মনে পড়লে, ব্যথা আসে-
কথা আসে, আমি দুঃখের কবি !
আর; কবিতারা কষ্ট করেই হাসে
হয় ধূসর থেকে সবুজ তোমার ছবি l
তোমাকে গভীরে ভাবলে, ভাব আসে-
অভাবের পাশে, আমি ভবভোলা !
আর; ভাবনারা ভুলকেই ভালোবাসে
ভাব করে ভুল পথে সেই চলা l
তোমাকে স্মৃতিতে ডাকলে, প্রসূন আসে-
মনের ঘাসে, মরা প্রাণে জীবন পাই l
আর; আমার আত্মা আলোতেই ভাসে
পড়ে থাকে একমুঠো পোড়া ছাই l
তোমাকে হারালে স্বপ্নে, কান্না আসে-
হৃদয় পিষে, আমি হারাই জীবনী শক্তি
আর; ভুত-ভবিষ্যৎ একাকার হয়ে ফাঁসে
আমি অন্ধ হয়েই বন্ধনে খুঁজি মুক্তি l