যতটুকু সংলাপ ছিল, মাপা গন্ডির-
আজ যবনিকা ওঠার পরে, কেন প্রশ্ন জাগে ?
কেন ছটফট্ করে- কষ্টরা; পোড়ায় গভীরে !
সময়ের কাছে উত্তর নেই, জেনেও না-জানার যন্ত্রণা...
দূর থেকে কাছে এসে; ফিরে গেছি অনেক দূরে,
পাশে বসা ক্ষণিকের যাত্রীর মতো !
স্বপ্নরা ঘাসে ঘাসে জ্বলে শিশির হয়ে
মুছে দেয় রোদের নির্মম পদাঘাত হয়তো বা প্রকৃতির কান্না !
চোখের কালিকে; কাজল বললো যারা-
তারা-তো লালসার বন্ধু ..
নীরব দর্শক জানে কি তার ভূমিকা l
আমিও তোমারই মতো আবার মেখেছি রং অন্য পালার !
সংলাপ পুরোনো তোমারও জানা,
কাহিনী শুধু সময়ের অবৈধ গর্ভপাত,
আর আগামীর অপেক্ষা ...