দু'চোখ মেলেছি মুক্ত আকাশে, হেসে বন্ধন চায় !
নিম্নবিত্ত ঘোর-সংসারী বন্ধু, দিন আনে দিন খায় !
স্বপ্নের ছায়া সামনে ঘোরে, বেঘোরে সময় পার !
একটা দু'টো জয়ের কাহিনী, একশো খানাই হার !
জীবনের পথ দাঁড়িপাল্লার, সমতাকে ভুতে পায় l
নিম্নবিত্ত ঘোর-সংসারী বন্ধু , দিন আনে দিন খায় !
অন্যায় দেখে গর্জে ওঠে, সামনে ভুলেও নয়
পিঠের পিছনে চিৎকার চলে, তুড়ি মারলেই জয় l
অনেক আত্মত্যাগের গোপন কাহিনী অনুপ্রাণিত প্রাণ !
বাক্যেই ঝরে বারুদের তেজ, অক্ষয় থাক জান l
মানাবে বা রাজা ফকির সাধু, এ-মন যেমন চায় !
নিম্নবিত্ত ঘোর সংসারী বন্ধু , দিন আনে দিন খায় l
চোর পুলিশের জীবন খেলায়, বন্ধু আজীবন দর্শক
হাজার ভুলেও ভুল ধরা চাই, তবু ভুলের সমালোচক !
উত্তম-অধম চুলচেরা ভাগ, সহজেই হয়ে যায় !
নিম্নবিত্ত ঘোর-সংসারী বন্ধু , দিন আনে দিন খায় !