খাঁচার বন্দি স্বপ্নে শোনে; নীল আকাশের ডাক
পোষমানা মন আঁতকে ওঠে- এখন এসব থাক !
শক্ত শরীর গরম রক্ত তরতাজা সেই প্রাণ
অনুভবের অঙ্গার আজ; তাই, হৃদয়ে হীরের গান !
মন খারাপের খবর নিয়ে, হাসছে উদাসী বাতাস
এমন ভাবেই ভাবনা ঢাকে, জীবনে জড়ানো হতাশ !
পথের পাশে পড়ে অসহায়; সাবধানী যায় এড়িয়ে
শত বন্ধন স্বাগত জানায়; মুক্তির সীমা ছাড়িয়ে !
বেদনার ভিড়; কান্নার মেলা, আসলে এসব কাঁটা
সব সত্ত্বাই বোঝায় কাতর- তবুও সামনে হাঁটা l
দশদিক ভরা ছিল আহ্বান, অজানা শুধু ঠিকানা
বিচক্ষণের ক্ষণ পাল্টানো পল, সহজে সেজেছে কানা l
তবু পোড়া বাঁশি বেজে বেজে ওঠে আড়ালে
ঘরপোড়া মন কোথায় দাঁড়ায় ? ফেরার সময় তাড়ালে !
ভালোতেও ছিল মন্দেও ছিল, সত্যি ছিলো না কোথাও
দানের পাত্রে প্রেম জঞ্জাল, সঠিক হতো ব্যাথাও !
অভাবী স্বভাব অন্তরে চেয়ে, পারেনি পাওনা দিতে
কুয়াশায় ঢাকা প্রাণের প্রমা, অক্ষম আলো নিতে !