ভেবেছিলাম ভাববো যা খুশি
আর লেখা হয়ে যাবে কবিতা অনেক বেশি।
কবিতা লিখতে বসে দেখি
আমি ভাবতে যে পারিনা একি।
হায়রে, কবিতা লেখা হলো সার
ভাবনার চিন্তায় মন একাকার।
সেই চিন্তায় লিখলাম এখানে
বলতে পারো ভাবতে হলে যেতে হয় কোনখানে ?
ভাবতে শেখার কি বুঝি বই আছে,
নাকি ভাবতে গেলে যেতে হয় সার্কাসে।
যদি ভাবতে শেখার উত্তর পাই এই কবিতার আসরে
জেনে রেখো কবিতায় কবিতায় দেব আসর ভোরে
অনুরোধ খানি পাঠ করে উত্তর দিয়ো বন্ধু
পাবে এক নতুন কবি মধ্যে এই কবির সিন্ধু।