বলেছিলে তুমি দীপাবলি আলো জ্বালাবে বাড়িতে ফিরে
কথা তুমি রেখেছ কদিন আগে তেই এসে ফিরে
দুঃখ একটাই ফিরেছো জাতীয় পতাকায় মোড়া কফিন বন্দী হয়ে
আলোও জ্বলেছে যেমন চেয়েছো  তুমি, শুধু
দীপান্বিতায় নয় শ্বশান সেজেছে ফুল-চন্দন আর চিতাকাঠে শয়ান তুমি
তোমার জন্য গর্বিত দেশ তোমার জন্য আমরা
তোমার জন্য লজ্জিত হোক রাজনীতি আর বাংলা ।






          

                   (শহীদ অমিতাভ মালিক স্মরণে)