একদিন চলে যেতে হয় …

অনির্বাণ দত্ত
=======================

তারপর হঠাৎ একদিন ,
এক নীরব আলোড়ন ,
নিঃস্ব , রিক্ত‌ হওয়ার তুমুল আয়োজন ।

একদিন  উল্লসিত অপেক্ষায়  
বান ডাকে শিরায় শিরায়  ,

পাথরচাপা ঘাসেদের দেশে
অনাদি অরণ্যের ডাক এসে মেশে ।

সারা আকাশজুরে
শূণ্যে,  ইথারে অবিরাম , অফুরান
বাজে ঐ  ঘরে ফেরার গান  ।

যেভাবে সব ঢেউ
সাগরের বুকে এসে মেশে ,
সব আলো , সব কথা
ফিরে যায় তারাদের দেশে ,
সেভাবে দিগন্ত পেরিয়ে পেরিয়ে  
ফেলে রেখে সব সংলাপ , সব আলাপ , পরিচয় ,
একদিন চলে যেতে হয় ।

========================================

Copyright : Anirban Dutta (anirbankobita@gmail.com)