জীবনটা আমার কাটছিল বেশ,
সেই পথে পড়ল বাধা।
স্কুলের ওই করিডর-গুলি,
ছিল এতদিন ফাঁকা।
যাচ্ছিল সব বছরগুলো,
কাজ ছিল সব বাজে
দেখতাম মেয়ে, ছাদ থেকে ছাদ
লাগতাম না কোন কাজে !
পায়ের উপর পা তুলে
গায়ে লাগাতুম হাওয়া,
পড়াশোনার নামে লবডংকা
শুধু, ঘুম ছিল আর খাওয়া ।
উঠছে আবার লকডাউন
আবার বাজছে স্কুলের ঘন্টা,
আনন্দতে উঠছে ভরে,
আমার এই মনটা।