শত আলোকবর্ষ পুরোনো যে নীহারিকা
তার ছায়াপথ বেয়ে আমি হেঁটে গেছি
শুধু তোমার অপেক্ষায় ।
ময়ূরাক্ষী তুমি ধ্রুবতারা হয়ে পথ দেখিয়েছ
ব্রম্ভান্ডের শেষে তোমার ঘর ,
তার সামনে যখনই দাড়িয়েছি
এক রাশ হেসে বলেছ-
“কি জানি তুমি কেন এলে !”;
এই ভাবেই কেটেছে আমার  শহস্র-জন্ম!
জন্ম জন্মান্তর পুর্নজন্ম তবুও
অসমীকরনের সমাধান তুমি
হৃদ যন্ত্র কাপানো প্রান তুমি,
নিউরোনের সংস্পর্শে অগ্নি স্ফূলিঙ্গ তুমি।
জীবন যুদ্ধ লড়ার অনুপ্রেরণা তুমি,
তুমি তো কেবলই নারী ময়ূরাক্ষী!
আমার স্বপ্নের নারী ।