আমি ভাবতে পারিনা!
আমার আবীর রঙা কথা গুলো হারিয়ে গেছে হঠাৎ ;
সমগ্র মহাবিশ্বের  দুর্গপ্রাচীর ভেঙে ঠিকরে বের হওয়া অভদ্র আলেয়া আমাকে ঘুমোতে দেইনা—
কাপুরুষের ছুরি নগ্ন মলাটে মিশে থাকে হরদম।
বেঁচে থাকায় যদি হয় শেষ পরিণতি,  তো আকাশের বিষ বাষ্পে আমি তোমার কথা  জানাতে চাই
বুদ হয়ে যাওয়া সংলাপে সবার মতামত না জেনে দুর্বোধ্য তরুণের মতো আমি তোমাকে পড়তে চাই—
স্মৃতির বালুকণা এড়িয়ে যেতে পারি নির্দিষ্ট পরিমিতি মেপে

মৃন্ময়ী, প্রিয়তমা আমার!
আজন্ম সচলায়তনের চোখে পৃথিবী দেখতে শেখো—
ঝড়া বকুলের হৃদয় হোক তোমার
কণ্ঠের আক্ষেপ সিঁকেয় তুলে তুমি হয়ে ওঠো জীয়ন্ত সুর
পথিক পড়ুক তোমাকে
আমার এ ক্ষত বিক্ষত চোখ তোমাকে দেখতে চাইবে না আর।