আমার অগোছালো, যাপিত বাস্তবতা ফড়িং এর
ডানা মেলে উড়ে—
বিষাদময় কোনোকিছুরই চিহ্ন থাকেনা শুধু ;
আবছায়া মেঘের মতো করোতলে নতুন সংস্কৃতির মন্ত্র বয়ে চলি
পা দুটো মাঝে মাঝে শিউরে ওঠে।
উচ্চারণের নির্ভীক মনোভাব ব্যক্ত করে আমি পথের ধুলোয় ছড়িয়ে দিয়েছি বিষাদ,
ইউনিফর্মের পরাজিত সৈনিকের মতো,
মুখ ভার করে মাথা তুলে দাড়িয়ে থাকতে পারিনি শুধু—
তাসু বন্দি নবজাতক শিশুটির মতো রক্তাক্ত কোন প্রান্তরে,
কৃষ্ণচূড়ায় রাঙা প্রকটিত বুকে অপেক্ষা করেছি
তুমি আসোনি শুধু। মৃন্ময়ী তুমি আসোনি।