প্রায়ই- পথশিশুটি আকাশ হারিয়ে ফেলে
জননীর অমৃত বাসি স্তন চেঁটে চেঁটে-
নষ্টাদের খাবারের নগ্ন বিজ্ঞাপনে ছেয়ে গেছে
গিঞ্জি শহরের অলিগলি আর কংক্রীটের পাহাড়!
অন্ধ ধুলো-কণারা শহরের বুকে আসড়ে পড়ে
ক্ষুধার্ত চোখ আর ঝলসানো কালান্তক বিষ মেখে।
কঙ্গালসার দেহে ফেঁপে উঠে ঝাঁঝালো কান্নার ক্ষুধার্ত ঢেউ
ফ্লাইওভারের নীচে অপেক্ষা করে!- উচ্ছিষ্ট্য বাসি খাদ্যের ভোর ।
গ্রহ-নক্ষত্র কামড়ে মাংসের গন্ধ শুঁকে -সহস্র লেংটুদের কেউ
খুনি জিহ্বাটা তন্ময় হয়ে দেখে- আহ! জীবন কি অম্ল-মধুর!
ডাস্টবিনের অপারে আকাশে অসংখ্য তারার ক্ষত চিহ্ন
যেন কোন বুভুক্ষ ভিক্ষারীর কামড়ের চূড়ান্ত আঘাত।
সোডিয়ামের আলোয় ভেসে গেছে পাঁজরের অলিগলির স্রোত
এখন- বাস্তুহারা মজুরদের বেরিয়ে পড়ার সূর্যোদয়।