রাজপথে ভূ-কম্পিত বিজয় মিছিল চলছে
দু'ধারে বনসাই- ধূলোকণার উপর দিয়ে
সর্বস্তরের জনতার উন্মাদ রাজ মিছিল।
চারিদিকে আহত ক্ষত, রক্তাক্ত চিহ্ন গুলো
মূহুর্তেই রঙ্গীন কৃষ্ণচূড়ার মতো জ্বলজ্বল করছে
গোধূলীর ক্ষীণ ক্যানভাসে রঙের ফোয়ারায়
তামাটে সূর্যের আলো- এই শহরে ডিজে
পার্টির লাইটের মতো ঝিক মিক করছে।
আমি জপছি তাদের সাথেই- যারা মূহুর্হু 'আল-হামদুলিল্লাহ' জপছে-
মিছিলে নিষ্পেষিত হচ্ছি আর দেখছি - উন্মত্ত জনতা
লুট করছে গনভবন- যেন রাজ সিংহানের একটা ইট ও বাকি নেই।
হাতে হাতে লুন্ঠিত মাল আর উন্মাতাল আস্ফালনে
অনেকেই আহত, পদদলিত আর আত্নচিতকারে
এই কংক্রিটের বোবা শহর - যেন বধির ভয়ংকর।
-হঠাৎ একটি হাত আমার হাতে শক্ত করে চেপে ধরে
দেখি পদদলিত - ভু-লন্ঠিত আহত এক ষোড়শী-
অপূর্ব সুন্দর চোখে হাতটা ধরে রাখার ইশারা;
নাম- অবন্তি সাহা! নতুন মিছিলে আমিও পেলাম-
'প্রেমিকা কিংবা স্বাধীনতা!