আমার ফেরারী দিন গুলোর চিরকুটে -
তোমার বয়োবৃদ্ধ ডাকবাক্স ভরে গেছে।
পার্থিব গল্পের সমাধির চত্ত্বরে - সহস্র উপন্যাসের
ক্ষত -বিক্ষত লাইন গুলো নগ্ন বিদ্রোহ করে
যেনো ছিনিয়ে নেবে- নতুন জীবনের উপসংহার অধ্যায় গুলো।
কোটি বছরের মৌনতার নীল বিষে জর্জরিত
নক্ষত্র গুলো- নিঃসঙ্গতার বিষ উগরে দেয়।
অন্ধকারে বনোল্লাসে পাপে কাঁপে বৃক্ষরাজি।
নীল আকাশের যন্ত্রণা মোড়ানো বিছানায়
কাঁতরায় একেকটা জীবন্ত পাপাত্নার মাংসপিন্ড।
চোখে তার এক রাজ্যের মদিরার সর্বনাশা নেশা
হৃদয়ে পঙ্গিল সন্নাসিক শয়তানের উপাখ্যান।
"আহ জীবন তবুও চলে যায়
বিধাতার আরাধ্য অনুকম্পায়"
চারিদিকে মহাসমুদ্র ডেউয়ের মতো
আজানের পবিত্র ধ্বনি আছড়ে পড়ে- অন্দর থেকে অন্তরে
আমরা আগুন পাখির ডানা নিয়ে আদিম
যাযাবর শামুকের মতো গুটিয়ে নেয় জীবন।
জীবনের অধ্যায় থেকে অধ্যায় শুধুই নষ্ট হচ্ছে
অলৌকিক নিয়ামতের অফুরন্ত ভান্ডার।