একবুক জ্যোৎস্না নিয়ে পুড়ছে শহর—
প্রার্থনার দুয়ারে দুর্বিপাক অভিশক্তির বলয়।
কথাদের ভিড়ে শুধু নিখোঁজ সংবাদের ধ্বনি
শহর ভরা হৃদয়ে নীল মৃত্যুর আহাজারি।
পাঁজরে পাঁজরে শূন্য দালানে খোলা বাতায়ন
অতঃপর কুঁড়েঘর থেকে কংক্রিট তারপর—
সূর্যটাও ঝলসানো মাংসের মতো তীব্র রক্তাভাব।
দগ্ধ প্রাণ আর নগ্ন দেহ নিয়ে বেনামি
অনন্ত পথ হাঁটাদের নক্ষত্রের মতো অম্লান।
অন্ধ কালো ধোঁয়ার ঝড়ে কখনো কখনো
ভেসে আসছে তীব্র ঝরা ফুলের সৌরভ।