প্রাণের আরাধ্য পার্থনায় তুমি নিশ্চুপ!  
আমার নিরন্তর গল্প ফুরিয়ে যাওয়ার দিনে-
শহস্র অনুকম্পা অনুরাগে এক পৃথিবী
পান্ডুর বিবর্ণ হয়ে গেছে;
মরীচিকা নীল জ্যোৎস্নার মতো অদ্ভুত অন্ধ
এ চোখ-  আর পৃথিবীর পথ দেখেনা।
পঙ্কিল দৃষ্টিতে তাপ-ক্লিষ্ট চাতক মায়ায়
পবিত্র অশ্রুর বান ডাকেনা!
পাঁজর, ধমনি শিরায় তোমার স্পর্শ টের পাই
বধির হৃদয়- ডুবে গেছে মৃত নক্ষত্রের সমুদ্রে।
জনপথের পথে পান্তরে নীড় হারা সান্ধ্য
বিহঙ্গের মতো নিঃশ্ব হৃদয় নিয়ে বাউন্ডেলেদের ভীড়।
সহস্র - কোটি পাপ - পূন্যের চিরকুটে ভরে
গেছে পৃথিবীর ডাকবাক্স। জুলুমদের পাঁজরে পাঁজরে
প্রতিদিন ঘুটঘুটে অন্ধ অমাবস্যা হানা দেয়।
পথ - ভ্রষ্ট হয় প্রতিনিয়ত জৌলুস আধিখ্যেতায়
এ মহা অবিচার প্রিয়!- বসন্তের মতো মাতাল
ব্রহ্মান্ডে - কত আরাধনায় প্রাণ জুড়াবে!
এসো - মুখোমুখি হই অনন্তকালে।