আজ এত আলো কেন ?
ও হ্যাঁ আজ দিপাবলী তো
আলোয় আলোকিত চারিদিক
কিন্তু ঐ জায়গাটায় তো কোনো আলো নেই ?
কেন ?
ওটা তো সুহৃদ কাকার বাড়ি ?
যিনি দুবেলা দুমুঠো খেতে পাননা
তাদের একমাত্র মেয়ে মিনুকেও তো দেখছিনা তারাবাতি হাতে নিতে,
কেন ?
ওইযে ছোট্ট মিনু এতক্ষনে ঘর থেকে বেরিয়েছে
সে কতকটা উৎসাহের চোখে তাকাচ্ছে
বড় বিল্ডিংগুলোর লাইটিংগুলোর দিকে
হয়তো ভাবছে আমাদের ঘরটাও যদি ঔরকম হত
ওরা কি আমাদের থেকে আলাদা
নাকি ওরা সবাই ব্রাত্য
কিন্তু ওরাও তো মানুষ
ওদের তো কিছু চাওয়ার থাকতে পারে
নাকি গরীব বলে ওটাও তাদের কাছে স্বপ্ন
আমার চারপাশে অনেক আলোর রোশনাই
তবু সেসব ছেড়ে আমার চোখ বারবার যায় ঐ মিনুর দিকে
বারবার মনে হয় আলোর রোশনাই ধরিয়ে দিই ওর হাতে
ভরে উঠুক ওর মুখ খুশিতে
আর দিপাবলী খুঁজে পাক তার স্বাতন্ত্র্যকে।
======@@@======