দুই দিন হলো কথা বলিনি,
তবুও যেন মনটা থেমে নেই,
তোমার সেই চোখের জল,
আজও আমার বুকের গহীনে বয়ে যায়।
আমি ভেবেছিলাম ভুলে যাবো,
ভেবেছিলাম সব শেষ করে দেবো,
কিন্তু তোমার কান্নার শব্দ,
আমার নিঃশ্বাসে বাজে প্রতিক্ষণ।
তুমি কি জানো?
তোমার চোখের জল আমার বুকে আগুন তোলে,
যে অভিমান জমেছিল দিন দিন,
আজ সে গলে জল হয়ে পড়ে।
আমি কি কাছে যাবো আবার?
তোমার সেই ভেজা চোখ ছুঁয়ে দেখবো?
নাকি দূরে থেকেই সহ্য করবো,
তোমার নিঃশব্দ কান্নার ব্যথা?
তুমি যদি ডাকো, ফিরে আসবো,
তোমার হাত ধরে সব ভুলে যাবো,
তবে যদি অভিমান ভাঙে তোমার,
তবেই হয়তো আবার শুরু হবে ভালোবাসার।