তোমাকে চেয়েছি চিরদিন,
নদীর মতো নিরবধি—
স্রোতের গানে তোমার ছোঁয়া,
বাতাসে মিশে রোদঝরা।
তোমার জন্য জোছনা জাগে,
রাতের আকাশ সপ্ন দেখে,
তোমার জন্য শিশির পড়ে,
শীতের সকালে মাঠের রেখে।
তোমাকে চেয়েছি রংধনুর মতো,
সাতটি রঙে বোনা স্বপন,
তোমার ছোঁয়ায় গড়ে তুলি,
ভালবাসার নীড় আপন।