ডুবেছি আমি তোমার ঐ হাসিতে,
যেন শত আলো খেলে যায় নিশিতে।
চোখের তারায় মিশে থাকা স্বপ্ন,
তোমার হাসিতে খুঁজি আমি আপন।
শীতল বাতাসে ভেসে আসে গান,
তোমার হাসিতে বাজে প্রাণের সুর বান।
আলো আর অন্ধকারের মাঝখানে,
তোমার হাসি যেন রোদের ছোঁয়ায় বানে।
তোমার হাসিতে বৃষ্টি পড়ে মনে,
ভিজে যায় হৃদয় নিঃশব্দ এক ক্ষণে।
যেন পূর্ণিমার আলো মাখা রাত,
তোমার হাসিতে খুঁজি জীবনের পাঠ।
ডুবেছি আমি, ডুবে থাকতে চাই,
তোমার হাসির সুরে বেঁচে রই।
হারিয়ে গিয়ে তোমার ঐ হাসিতে,
ভুলে যাই সব, হারাই নিজেতে।
তোমার ঐ হাসি জীবন আমার,
আলো হয়ে থাকুক অনিবার।
ডুবতে চাই চিরকাল,
তোমার হাসিতে—অনন্ত কাল।