দেখেছিলেম সেদিন তুমি,

বসে ছিলে নদীর ধারে,

আমার পানে তাকিয়ে তুমি,

মুচকি হাসি দিয়ে,
বুকে তখন সাগরের ঢেউ,

মনে জ্বলছিল আগুনের তাপ,

কথা বললে না একটুও
গভীর রহস্যের ছাপ

মনে পড়ছিল সেই মুহূর্ত,
যখন পৃথিবী গিয়েছে থেমে
তুমি আর আমি ছিলাম একসাথে,
নদী, সাগর, আকাশের মাঝে।