নদী বলে, "চলরে সাথী,
স্রোতের গানে সাজাই মাতি,
ঢেউয়ের ছন্দে বাজাই বাঁশি,
মেঘের সাথে করি হাসি।
গাঙের চরে কাশফুল দোলে,
রোদ পড়ে তার রুপোলি কোলে,
নৌকা বেয়ে মাঝি ভাই যায়,
জলের ভেতর ছায়া রয়।
পাখিরা আসে, ডানা মেলে,
আকাশ ছুঁয়ে ডেকে বলে,
"এই যে নদী, চিরদিন তুই,
বাংলার বুকে রয়ে রই!"
বিকেল হলে সূর্য হাসে,
লাল সোনালি আলো ভাসে,
নদীর বুকে রঙের খেলা,
প্রকৃতির এই সেরা মেলা!