মায়ায় পড়ে ছি ওই ২টি চোখের,

বুঝো না তুমি তা,

বাতাসের সিঙ্ধ গন্ধে,

তোমাকেই খুঁজে বেড়াই
হৃদয়ের ছন্দে।
তাই তো আসবে,
বলে আসো না তুমি,

তোমার প্রেমে ভরেছি মন,

তুমি না আসলে,
ভেঙে যাবে এই জন।