একজন আছে, চুপটি করে,  
তোমার পাশে থাকতে চায়,  
তোমার চোখে হারিয়ে গিয়ে  
শুধুই তোমার হতে চায়।  

তোমার হাতে রাখে হাত,  
শুধুই একটু ছোঁয়া পেতে,  
তোমার বুকে মাথা রেখে  
শোনে হৃদয় নীরবে বেঁধে।  

চায় না কিছু, দাবি কই?  
শুধুই তোমার মতো করে,  
তোমার ছায়ায় গুটিয়ে থাকে,  
ভালোবাসে অবিরত রবে।  

জীবন বদলায়, মানুষ বদলায়,  
বদলে যায় সম্পর্ক-সুর,  
তবু আমরা ভাবি "ভালোবাসা"  
বাঁধা ধ্রুবক অটল, পুর।  

কিন্তু বদলই সত্য সকল,  
এই পথ চলার খেলা,  
তবু কোথাও একজন থাকে,  
যে শুধু তোমায় চায় নিরবধি মেলা।  

তাকে খুঁজতে হবে ঠিকই,  
চোখে মেলে হৃদয় জানে,  
যে ভালোবাসে নিঃস্বার্থ মনে,  
শুধুই তোমার পাশে টানে।