তোমাতে পেয়েছি জীবন ও আমার,

আমাতে পাওনি কিছু,

ছেড়ে দিয়ে গেলে মাজ রাস্তায়,

তবুও বলোনি কিছু।
যে পথে তুমি রেখেছিলে,

আমি চলি একা,

অন্ধকারে আলো জেলে,

তোমার ছায়ায় জীবন মেলে।
আসার আলো জলমল করে,

তোমার ছোঁয়া মনে জড়িয়ে ধরে।