হোলির সকালে রঙের ধুম,  
চারদিকে হাসি, খুশির ঝুম।  
সবাই রঙ মাখে আপন জনে,  
আমি দাঁড়িয়ে একা, চুপচাপ কোণে।  

ওরা হাত ধরে, রঙ ছোঁড়ে মুখে,  
আমি তাকিয়ে থাকি নিঃশব্দ বুকে।  
বন্ধুরা গাল ভরে লাল-নীল রঙে,  
আমার হাতে খালি, কেউ নেই সঙ্গেতে।  

তোমার হাত ধরে খেলবো ভেবেছিলাম,  
লাল আবিরে মুখ রাঙাবো ভেবেছিলাম।  
কিন্তু তুমি চলে গেলে, ফেলে আমায়,  
এখন রঙ নেই, খুশি নেই, শুধুই হাহাকার বুকে জমায়।  

সবাই হাসে, গানে মাতে,  
আমি একা বসে থাকি চুপচাপ রাতে।  
রঙের উৎসবে রঙ খুঁজে পাই না,  
তোমার ছোঁয়া ছাড়া রঙ আর যে জমে না।  

হয়তো একদিন রঙ ফিরবে বুকে,  
হয়তো হাসি ফুটবে আমারও মুখে।  
কিন্তু আজ হোলিতে, রঙের মাঝেও,  
আমি একা — শুধুই তোমার অভাবে।