সেই সন্ধ্যাটা মনে আছে কি?  
গণিতের সূত্রে হারিয়েছিলে তুমি,  
আমি পাশে বসে ধরেছিলাম হাত,  
চোখে তোমার ছিল প্রশ্ন ভরা রাত।  

তিন রাত জেগে অঙ্কের খোঁজ,  
তোমার হাসি যেন নীরব বোঝ,  
চোখের ঝিলিকে ছিল এক আলো,  
যেন জীবন পেলো নতুন ভালো।  

দীপাবলির সেই উজ্জ্বল রাতে,  
তুমি বললে, "  থাকো আমার সাথে।"  
আমি চুপচাপ শুনে ছিলাম,  
হৃদয়ের দরজা খুলে দিলাম।  

  
কিন্তু গল্প তো থেমেই যায়,  
ভালোবাসা সব পথ কি পায়?  
বিকেল যখন রঙ হারায়,  
একটি বার্তা নিঃশব্দ ছায়ায়।  

আমাদের আর একসাথে থাকা উচিত নয়,  
তুমি ভালো থেকো।
আমি পড়ে রইলাম একা,
বুকের ভিতর বয়ে শূন্যতা।

চার বছর পেরিয়ে গেছে তবু,  
মনে পড়ে সেই রাতের রং,  
বৃষ্টির ফোঁটায় শুনি তোমার ডাক,  
কিন্তু পথ আলাদা, নেই আর বাঁধন।  

হঠাৎ আজ দেখা পথের মোড়ে,  
তুমি আগের মতোই হাসলে জোরে।  
"কেমন আছো?" — জিজ্ঞাসা করলে,  
আমি চুপ করে ছিলাম,  
কারণ ভালোবাসা কখনো মরে না,  
শুধু থেকে যায়,  
স্মৃতির মতো নীরব সুরে…