তেমন একটা বাইরের পৃথিবী দেখা হয় না।
বন্ধু বান্ধবীদের পাল্লায় পড়ে
একদিন বেড়াতে গেলাম এক গ্রামে
গ্রামটির নাম প্রেম নগর,

খুব ভোরে একা ঘুরতে বের হওয়া আমি
প্রেম নগরের প্রেমে পড়ার সুযোগে
থাকবে না কোন আইনের ফাঁক ফোকর।

বেশ সুন্দর ভালোই চলছিল
আমাদের উদ্ভ্রান্ত ভাবে চলা,
এলোমেলো, উদ্দেশ্যহীণ
গন্তব্য স্থলে না ফেরার কথা হয় বলা।

শতাব্দী ধরে মনের বন্ধ্যা জমিতে হঠাৎ
প্রেম নগরে প্রেমের গোলাপ ফুটে উঠলো।
সঞ্চয় কৃত ভালোবাসার চড়া দামে
অজানা নিষ্কণ্টক জমিতে মনটা
বিনিয়োগ করলাম,

ভূমি অফিসে মাঝে মাঝে যেতাম
প্রেমের জমিটার খোঁজ খবরও নিতাম।
বোঝেনই-তো বিনিয়োগ কৃত ভালোবাসা
হারানোর ভয়ে থাকতাম।

দিন যত যায় লোকের আনাগোনা
বাড়তে থাকে প্রেম নগরে,
একদিন শুনলাম কোণ এক দালাল
আমার জমিটা দেখালো প্রথম প্রহরে।

বিচলিত মন নিয়ে বের হয়ে পড়লাম
আগলে রাখার প্রচেষ্টায় ভালোবাসার জমিটা,
সরেজমিনে দেখি, যেটা শুনেছি সেটা সত্য,

বাক যুদ্ধে শেষ সীমানা ছাড়িয়েছি
মালিক আমায় প্রত্যাখ্যান করলো
আমার মূল্য নাকি মূল্যায়ন তাদের কাছে ব্যর্থ।

সন্ধ্যায় বাড়ি ফিরলাম ক্লান্ত শরীরে
দুশ্চিন্তায় বিভোর আমি
ভাবছি, ঠাঁই কি হবে আমার প্রেম নগরে?

ভেতরে ভেতরে আমার অস্তিত্ব
ভেঙে মুচড়ে নিঃশেষ হয়ে যায়,
নামজারি করে বসলো মালিক পক্ষ
প্রেমের জমিটাতে অন্যের নাম দেখি
সাদা কাগজের খতিয়ানের পাতায়।

নিষিদ্ধ হলো আমার পদচারণা
রেজিস্ট্রি করে বুঝিয়ে দিলো আমার প্রেম
কেন না জমিটা এখন অন্যের দখলে,

আমি ঘুরে বেড়ায় তোমার
সেই প্রেম নগরে
শক্ত খুঁটি দিয়ে সীমানা দিয়েছে
আমার মনের ব্যথাভরা দলিলে।
*********************

২৮শে আগস্ট ২০২১।