অনেকগুলো ধ্বাক্কা,
পেয়েছো বুঝি জীবনে.?
খুব হাসালে তুমি....)
না, বরং অনেকগুলো ধ্বাক্কা,
চোখে দেখেছি এই জীবনে।
সেখান থেকে এতোটা উপলব্ধি,
সেখান থেকে বুঝতে পারা।
প্রতিপক্ষের প্রতিত্তোর যা-ই আসুক,
সাহস করে যদি একটিবার তোমায় বলতে পারতাম,
Can i call you mine.?
বোধহয় সঞ্চয়কৃত সময়গুলো ক্ষয় হতো না।

তোমায় একটিবার ভালো লাগার পর,
আর কোন কিছুই ভালো লাগেনি,
ভালো লাগাতে পারিনি।
ভালো লাগে নি আতশবাজি ফুটিয়ে,
উদযাপন করা ক্রিসমাস।
ভালো লাগে নি সরস্বতী পূজোয় একা একা হেঁটে,
প্রতিমা দর্শন করা।
ভালো লাগে নি কৃষ্ণচূড়া,পলাশ।
ভালো লাগে নি কাঁপা কাঁপা হাতে,
চুমুক দেওয়া কফির স্বাদ।
ভালো লাগে নি আমার প্রিয় বইমেলা,
ভালো লাগে নি যুগলপ্রেমের মিলনমেলা।

তবে কি জানো,
এলে তাও ক্ষণিকের অনুভূতি নিয়ে,
অমরত্ব নিয়ে পৃথিবীতে তুমি আসোনি,
তাই চিরদিন যে তুমি থাকবে না সেটা নিশ্চিত,
কেউ থাকে না চিরদিন, কেউ না,
এটা ভেবে এখন আর ঘুম ভাঙে না প্রতিদিন।
🏵️💕🏵️💕🏵️💕🏵️💕🏵️💕🏵️💕🏵️💕

১৫ই_ফেব্রুয়ারী_২০২৫ইং🗓️💛🌹