ব্যর্থতা,অপ্রাপ্তি আর পাওয়া না পাওয়ার মাঝে,
এভাবেই একটু একটু করে বয়সটা বেড়ে যাচ্ছে।
এই বুঝি জীবন.?
হারাতে হারাতে হেরে গিয়েছি।
কলমটা যখন হাতে নিলাম,
শুরুতেই যে নামটি মনে এলো সে হলে তুমি।
জানো,
কাশফুল বনে সেদিন যত দম্পতি ছিলো,
তাদের মাঝে কেউ একজন, শুধু একজন,
তোমার বাঁকানো ঠোঁটের স্পর্শে খুন হয়েছিল।
আত্নগোপনে আত্মার হাড়ভাঙা কাঁপন,
নির্জনে খুব অনুভব করেছিল।
একদিন চোখ বন্ধ করে যখন ভাবছিলাম,
আমি কে হই তোমার.?
কতটুকু আমি তোমার হৃদয় জুড়ে আছি.?
উত্তর টা যখন আঁচ করতে পেরেছিলাম,
মুহুর্তেই শরতের কাশফুল বনে,
চন্দ্রমল্লিকার রূপ আর দেখতে পাচ্ছি না।
আলোকিত কক্ষে চোখগুলো,
অন্ধকারে লুকিয়ে রাখতে হয়েছিল।
আগ্রহ না দেখানো,
চোখ ফিরে না তাকানোর ব্যাপারটার নাম,
উপেক্ষা।
আমার চন্দ্রমল্লিকা উপেক্ষা ভালোই বোঝে।
তুমি নেই তাতে কি'বা হয়েছে,
তোমার গড়া দুঃখ গুলো এখনো আছে।
তোমার জন্য আমি হয়তো একটি অধ্যায় ছিলাম,
আর তোমার নামে এতো বইগুলো,
বিলিয়ে দেবো কাকে.?
সে কথা বলে গেলে না কেন.?
উপন্যাসিক শরৎ বাবুর একটা কথা মনে পড়লো🙏🏽
"দেবদাস ভাবিয়াছিল, তাহাকে ছাড়া পার্বতী মরিয়া যাবে, অথচ তাহার জ্বর টুক অব্দি আসিল না".!!
∞∞➤➤∞∞➤➤∞∞➤➤∞∞➤➤
রচনাকাল_২০শে সেপ্টেম্বর ২০২৪ইং💗🌹