তবে,
তোমার হৃদয় আমাকে,
অবশেষে মৃত ঘোষণা করলো।
তুমি হয়তো জানো না,
ডাকঘরে পড়ে আছে অগণিত লেখা চিঠি,
তুমি বারবার ঠিকানা ভুল বলে,
অফেরতযোগ্য প্রেমপত্র গুলো ফেরত পাঠালে।

জমে থাকা সেসব ধুলোমাখা চিঠি গুলো,
মুছতে গিয়ে একদিন বৃদ্ধ পোস্ট মাস্টার মশাই,
চোখের জল ফেলে বললো,
একই প্রাপকের ঠিকানা দেখে বুঝে নিলাম যে,
এই চিঠিতে এমন কিছু লেখা আছে,
যা সচারাচর মানুষ পেয়েও হারায়,
যা সচারাচর মানুষ মূল্য দেবে না বলে পায়।

এটা প্রেম নয়, এটা বটবৃক্ষের ভালোবাসা,
যে বট বৃক্ষকে সারাজীবন বুকে জড়িয়ে ধরার,
ক্ষমতাহীন এই প্রেমিকা।
প্রাপকের ঘরে যার নামটি,
প্রেমিক ভালোবেসে দিয়েছিলো,
বিদর্শনা..!!
================

রচনাকাল-১৪ই ফেব্রুয়ারী ২০২৪ইং