আমি জানি না,
তোমার ঘুমন্ত প্রতিটি স্বপ্নে,
আমার চোখ দু'টো ভেসেছে কি-না।
তুমি কেন-ই-বা এখানে এলে,
খুব অলৌকিক ভাবে অল্প সময়ের জন্য.?
হিসেবের খাতায় গড়মিল,
কোনভাবেই মিলছে ভালোবাসার রেওয়া মিল।

জানি,
পেছনে ফিরে তাকানোর সুযোগ নেই তোমার,
এক প্রত্যাশাহীন তিথিতে দেখা হলো,
ইতি হওয়া অতীতের দু’জোড়া চোখের।
তোমার চোখে চোখ মেলাতে গিয়ে দেখি,
এক জলছবি জ্বলজ্বল করছে,
কাজল মাখা মায়াবী আঁখিতে।
লালরাঙ্গা ঠোঁটের কোণে লেগে আছে,
কতো আবেগি ছোঁয়া,
কতো ইতিহাস লেখা কবিতার পঙক্তি।

ভুল করেও হয়তো ভাঙ্গতে চাইবে না,
প্রাচীরঘেরা তোমার ভালোবাসার দূর্গ।
ভুল করেও হয়তো বলতে চাইবে না,
আমার প্রতি জমে থাকা ভালোবাসার গল্প।

ভুলে ভরা শোক নিয়ে,
খুব ভারি হয়ে আছে এই প্রশস্ত বুক,
যে চলে যাওয়ার সে-তো চলেই গেলো চলন্ত ট্রেনে,
আমার এ-ই দিনরাত্রি হৃদয় স্টেশনে,
পায়চারী করা কেমন জানি অহেতুক।

জানি, একদিন হতে দেখবো সূর্যের অস্ত,
শুধু বলতে চাইবো তুমি আমারই হয়ে থাকো।
বীজ তো বপন করেছি,
জন্মান্তরের আশায়,
যদি মিথ্যে আশ্বাস না দিয়ে থাকো,
দেখা হবে নিশ্চিত রইলাম প্রত্যাশায়।
আড়ালে বলা হলেও বুঝানো গেলো না,
এতো ভালোবাসি আমি কেন তোমায়।💛💙
✆✆✪✪✆✆✪✪✆✆✪✪✆✆✪✪
#লেখনীতে_অনিমেষ✍️🐇
#রচনাকাল_৮ই_নভেম্বর_২০২৩ইং🗒️
#প্রত্যাশায়_তোমার_ভালোবাসা💕💚💛