আমরা এমন প্রকৃতির মানুষ,
উপভোগের মুহুর্ততার গুরুত্ব না বুঝে,
আবেগে আটকে ফেলতে চায় হৃদয় কে।
ঠিকঠাক ভুলের মাশুল গুনতে গিয়ে দেখি,
কোন একসয়ম ফোনের,
ইনকামিং কলার টিউনটি পাল্টে ফেলেছি।
যেসময় তোমার নামে প্রিয় টিউনটি,
শত যাচাই-বাছাই করে ঠিক করতাম,
আজ সে সুর বেসুরো বলে ফেলে দিয়েছি,
রিসাইকেল বিনে।
কন্টাক্ট নাম্বার টি সেইভ করেছিলাম,
তোমার নামের সাথে লাল হৃদয়ের ইমোজি দিয়ে।
ভাবতে পারছো তো,
এ কেমন ভালোবাসা টগবগিয়ে খুন হয়েছিল,
দুটো হৃদয়।
চন্দ্রা,
আমার ভালোবাসার নাম চন্দ্রা,
খুব ভালোবেসে নামটি দিয়েছিলাম।
আমরা একে-অপরকে আপন ভাবতাম,
কিন্তু সম্পর্কটাকে কখনো,
তেমনটা ভাবতে পেরেছি.?
দোষ কার জানি না,
হোক আমার অথবা তোমার,
এই দোষের কারণে অকারণে,
মাঝপথে কিন্তু মৃত্যু হয়েছিল,
এক ভালো সম্পর্কের।
ইচ্ছে হয় পুরোনো সময়ের কাছে গিয়ে,
উপস্থিত হই।
কিন্তু স্মৃতির কাছে যাওয়া যাবে,
সময়ের কাছে তো যাওয়া যাবে না।
একটা কথা কি জানো,
সময়ের মতো সম্পর্কের মাঝে শর্ত রাখা উচিত না,
যা কিছু মূল্যবান তা সবসময়,
হাজার দাম দিয়েও মেলে না।❤️❤️
∞⇨✪∞⇨✪∞⇨✪∞⇨✪
#withpen_Animesh🐇✍️
#date_18th_June_2024🍁