মনের ঐ আকাশে ভীষণ বৃষ্টি
জল করে থইথই,
তুই না থাকলে বিষন্নতায় থাকি
তুই যে আমার হৃদয়ের সই।
তোর ইচ্ছে গুলো খাম খেয়ালী
দিচ্ছে আমায় শুধু সাড়া,
তোর হবে না কিছু এই জীবনে
সবসময় তোকে দিবো পাহারা।
দুহাত দিয়ে মেঘ সরিয়ে
দেখি চাঁদ খানি মুখ,
আড়াল থেকে তুই দেখিস আমায়
কোথাও পাওয়া যাবে না,
মনের সেই সুখ।
********************
২৯শে মে ২০১৭।