প্রিয় মন,
তুমি এই ভোরবেলায় চলে এলে যে.?
ঘুম আসছে না.?
আমার ভোরের পাখি হতে ইচ্ছে করে।
জানো কি-না জানি না,
সুখ পাখি ঘর বাঁধবে বলে রোজ ঘাম ঝরায়,
একটি একটি করে কড় খুটো সংগ্রহ করে থাকে।
হ্যাঁ জানি তো,
সে সুখ পাখিটি আজীবন দুঃখ বয়ে বেড়ায়।
কেন যে পাখিটির নাম সুখ পাখি দিল.!!

সে তো বেশিকিছু চাই নি,
তবে খুব বেশি ভালোবাসা টা চেয়েছিল,
মন দিয়েছিল, প্রাণটাও বিলিয়ে দিয়েছিল।
বেচারা ভালোবাসার কাঙ্গাল,
বেচারা ভালোবাসার ফেরিওয়ালা।
দুজনের বিভাজন টা,
শুধু মাত্র দুচোখের দূরত্বের মতোই ছিল।

আমি প্রেমে পড়েছিলাম,
তোমার পছন্দের নীল পদ্মফুলের,
ভীষণ প্রেমে পড়েছিলাম।
তাই তো, নীল খামে আমি ভালোবাসা পাঠিয়েছিলাম, তুমি ছুঁড়ে দিলে অবহেলা।
আমার ভেতরে তোমাকে না পাওয়ার ক্ষোভ ছিল,
তবে সম্মুখে বিক্ষোভ করার মোটেও সাহস ছিল না।

আচ্ছা মন,
ভালোবেসে আমি কি ভুল করে ফেললাম.?
এই কেমন ভালোবাসা আমি বুঝি না,
যেখানে দুটো তরতাজা শরীর আছে,
মন দুটো বিভাগ হয়ে পড়ে আছে,
যে মনটা তুমি বুঝলে না,
সে মনটা আজো তোমার কাছেই আছে।💔
≠≠≠≠≠✆✆✆≠≠≠≠≠✆✆✆≠≠≠≠≠
রচনাকাল- ২৫শে অক্টোবর ২০২৪ইং🗓️✍️