প্রিয় ইতি,
আজ আমি যে চিঠি লিখতে বসেছি,
তা অবশ্যই তোমার একান্ত প্রাপ্য।
দ্যাখো তো কি বাজে অবস্থা, যে-ই লিখতে বসলাম
কারেন্ট চলে গেলো, দেশলাইকাঠি খুঁজে পাচ্ছি না,
কোথায় যেনো মোমবাতি ছিলো, কোথায়,কোথায়!!
দূর সবকিছু কেমন জানি,
এই-তো পেলাম, দু'জনকে একসাথেই পেলাম।
তুমি যুদ্ধ কখনো দেখেছো.?
প্রথম বা দ্বিতীয় বিশ্বযুদ্ধ নয়, হৃদয়ের যুদ্ধ।
এই যুদ্ধ কেবল তারাই ভালো জানে,
যাদের হৃদয় না পাওয়ার ধ্বংসস্তুপে পরিনত।
চারিপাশে কেবল পোড়া গন্ধ,
ক্ষত-বিক্ষত শুধু হাহাকার,
শ্বাসকষ্ট হয় ঐ ভালোবাসার।
কত-শত রাত জেগে থাকি শুধু তোমার কন্ঠে শুনবো বলে,ভালোবাসি💛
দুঃস্বপ্নের রাতে তোমাকে নিয়ে ভাবি,
দু-চোখ গুলো ভরে যায় আগ্নেয়গিরির লাল আভায়।
এমন এক সুদিনে টের পেলাম কেউ বোধহয় এলো,
হৃদয়ে বসন্তের কোকিল কুহু কুহু ডাক দিলো।
শ্বাস-প্রশ্বাস নিতে পারছি তার গা ঘেষে যাওয়া সুগন্ধি তে।
তার ভেজা চুলের জলে পিপাসা মোর ভাড়িয়ে দিলো।
হৃদপিণ্ড কেঁপে কেঁপে সচল হলো,
হয়ে যাওয়া ধ্বংসস্তুপ হৃদয়ে আজ ফুলের কলি উঁকি দিলো।
আর দেরি করতে মন চায় না,
শুষ্ক সমতল হৃদয়ে অপেক্ষা আর মানছে না।
ওহে প্রিয়,
এই সবর্হারা উষ্ণ হৃদয়ে,
তোমাকে অভ্যর্থনা জানাতে ব্যাকুল হয়ে আছে।
বিন্দুমাত্র কার্পূণ্যতা হবে না মোর ভালোবাসায়,
হৃদয়ের লাল গালিচায়,
তোমার পদচিহ্ন পেতে পারি কি.??
মোমবাতির নিভু নিভু আলোতে,
আমার দু-চোখ আর দেখছে না,
চিঠিটি লিখতেই ইচ্ছে করছে,
লিখবো, অবশ্যই, তবে তোমার আলোতে।
ঘোর অন্ধকার নেমেছে শয়ন ঘরে,
তোমাকে লেখা চিঠিতে ভালোবাসার কথাগুলো
মিলিয়ে নিও না-হয় নিজের মতো করে।
ইতি,
___________💛
তোমার হাতে নামটি লিখে দিও💜
====================
#কলমে_অনিমেষ✍️
#২১শে_মে_২০২৩ইং_রবিবার
**********************