খুব ইচ্ছে ছিলো,
তোমাদের এই পৃথিবীতে পাখি হয়ে জন্মানোর।
ইচ্ছেটা যে খুব একটা আমার মতো মানুষের
স্বাভাবিক ভাবে থাকতেই পারে।
কিন্তু তোমাদের হাতে বানানো বন্দুক ও গুলির
ভয়ে, ইচ্ছে টা অপূর্ণ রয়ে গেলো।
পাখি হয়ে জন্মানোর স্বাদ
তোমরা পেতে দিলে না।
তাই মানুষ হলাম, মানুষ হয়ে
পৃথিবী তে আসলাম, জন্মালাম।
অবশ্য পূর্ণাঙ্গ "মা>নু>ষ" হতে পেরেছি কি না,
তাও সন্দেহ আছে।
কি করেছি আজ পর্যন্ত.?
কি দিতে পেরেছি তোমাদের.?
কি পেয়েছি আমি, আজও জানি না।
বাঁচতেও ভয় লাগে, মরতে গেলেও ভয় লাগে।
তোমার হাতটা দাও না একটু,
ছুঁয়ে দেখি, ছুঁতে মন চায়।
দূরে থাকাও, ঐ নীলাকাশ দেখছো কি.?
আমি দেখছি, হ্যাঁ তুমি যা দেখতে পাচ্ছো না,
আমি সেটাই দেখছি,
চুপচাপ দেখতে দাও আমায়,
জীবনটা বোধহয় এমনি।
>>>>>>>>>♥>>>>>>>>
#২৮শে জানুয়ারী ২০২২ইং।