কেমন আছো তুমি?
অবাক হলে নাকি, আমাকে স্বচক্ষে দেখে?
আমি সময়ের স্রোতে ভেসে যাওয়া নদীর ঢেউ।
যে তোমার হৃদয়ের কূলকিনারা
খুঁজে পেলো না,
তাই হৃদয়ের নদীর ধারে ধারে
তোমায় খুঁজতে গিয়ে
নিজেকে নিখোঁজ করেছি অজান্তে।
জানো ইতি, তোমাকে প্রথম দেখার পর
খুব ভালো লেগেছে, কভু তোমায়
ভালো লাগাতে পারি নি।
ভালো লাগিয়েছি তোমার কথাকে,
ভালো লাগিয়েছি তার বিহীন
দূর আলাপন তোমার কন্ঠস্বরকে।
ভালো লাগিয়েছি তোমার চুপিসারে
আমায় পাশ কাটিয়ে চলে যাওয়া কে।
জানো, জীবনানন্দের বনলতা কে
তোমার পাশে বেমানান বলেই হয়তো
সে আজও বনের লতা,
আর তুমি আমার চোখে
পৃথিবীর বুকে চির সবুজের বনাঞ্চল।
তোমার অনুপস্থিতি বোঝায় যে,
রঙিন রঙের পুষ্পোদ্যানে এক বিশাল শূন্যতা
খাঁ খাঁ মরুভূমি।
শুধু হাহাকার শুনেছি, শুধু হাহাকার দেখেছি।
তুমি না খুব সৌভাগ্যবতী,
চোখের ভ্রু তে তোমায় অসাধারণ লাগে।
সাধারণ এক আনমনা ছবির মাঝে
হারিয়ে ছিলো দি লিওনার্দো ভিঞ্চির
মোনা লিসার চোখের ভ্রু।
তোমাকে আঁকা হয় নি বলেই
এই রূপে তোমায় সৃজন করেছে এক অনন্যা।
তুমি তোমাতেই তিলোত্তমা,
পলকে পলকে চোখের কোণের
পাপড়ি গুলো লজ্জাবতী কচি কচি লাজুক লতা,
কিছু তো একটা আছে ঐ চোখের জগতে।
যা আমি দেখতে পেয়েও,
তোমায় দেখাতে পারলাম না, দেখা হলো না।
সাদামাঠা গায়ের আবরণে
তুমি অতুলনীয় সৃষ্টি, ললাট স্থলে কালো তিল কে
মাঝেসাঝে ঘিরে রাখো তোমার
দীঘল কালো কেশের আড়ালে।
এই সৌন্দর্য বড্ড মুগ্ধ করে আমায়,
সৌন্দর্যের সৌভাগ্যবান হতে পারে নি
এই প্রেমাঙ্গাল কানায়।
তোমার পরনে শাড়ীর আঁচলে
পদ্মা নদীর রুপালী ইলিশ তার সৌন্দর্য
সমর্পণ করেছে বরং তোমায়।
নিষ্পাপ চাহনি, হরিণীর চক্ষু, খোলা চুল,
পরনে মেরুন রঙের শাড়ী কিংবা
অজানা রঙের জামা,ঠোঁটে লিপস্টিক,অসাধারণ..!!!!
অজানায় ধরতে আসি নি আমি,
এসেছিলাম তোমায় ধরা দিতে।
তোমার সাথে কথা মানেই সব কথায় কবিতা
সব কথায় শব্দের ভাণ্ডার।
তুমি জানো না তুমি কে.!
জানো না, তুমি যখন চলে যাও
মনে হয় গোটা পৃথিবীর লাইব্রেরী বই শূন্য,
তুমি যখন চলে যাও গ্রাম্য মেলা গুলো
জনশূন্য হয়ে যায়,
চলে যাও যখন, শান্ত শহর নগরের অলি গলিতে
যানজটের সার্বজনীন মহোৎসব হয়,
চোখেমুখে অন্ধকারের ঘনত্ব বেড়ে যায়।
তুমি চলে যাওয়া মানেই হিমালয় পর্বত
গলিয়ে পড়া, এক হিম যুগের আবির্ভাব।
তোমার সাক্ষাৎ সান্নিধ্যের মুহূর্তে
পরিবেশ কি মুগ্ধকর মনোরম নিশ্চুপ,
তখন রবীন্দ্র সঙ্গীত অনুভবের তীব্রতা।
সেই পরিবেশে তোমায় পেতে
চেয়েছিলাম একাকী হে প্রতিবেশিনী।
তোমার একটুখানি অট্টহাসি তে
ঝরে পড়ে হাজার হাজার জ্যোৎস্না রাতের
উজ্জ্বল তারা।
২৭শে ডিসেম্বর ২০২১ইং
(২য় খন্ড চলমান)
================