আমার জীবন এক চক্রের মতোন
যেটুকু আসল আয়ু দিয়াছেন বাঁধিনু,
সেটুকু নিয়ে আমার বাহাদুরি
দিনে দিনে ক্ষয়ে আসিতেছে
সুদে-আসলে বরাদ্দকৃত সেই আয়ু।

দম যে নিতে পারি না
ক্ষয়ে আসিতেছে বিশুদ্ধতম অক্সিজেন
শিরা ধমনীরা আজ অচলায়তন
কন্ঠে হয় না প্রতিধ্বনিত কোন
স্মৃতির আর্তনাদের কথা,
পাঁজরের হাড়ের দেখা যায় না
নিশ্চুপ কাতরতা।

ওহে প্রেম.!! তুমি যে দিলে হঠাৎ দেখা
এ-ই ক্ষনিকের সুখের উল্লাস চাই নি,
যে প্রেমে রোমাঞ্চকর ব্যাথায়
ক্ষয়ে আসিতেছে আমার অলিখিত জীবনী।

হেলা অবহেলায় সেই ভালোবাসার ক্ষত
চক্রবৃদ্ধি হারে যাচ্ছে বেড়ে,
পেতে না চাওয়া ধূসর অবহেলা গুলো
জানি না কোন জন্মে দিবো সুদে-আসলে।

পোড়া কপালে কালো মেঘের ছায়া
হু হু করিয়া ক্ষয়ে যাচ্ছে বয়সের নদী
তোমায় আমি চেয়েছিলেম সর্বশেষে
প্রেমের ঋণে সুদের হার বেশি বলে,
ছেড়েছো আমায় অবশেষে।
অবাক না হয়ে পারলাম না,
তুমি পারলেও বটে।

তোমার পুরো বৃত্তে আমি চক্রাকারে ঘুরেছি
ঘুরতে ঘুরতে বৃত্তের বিন্দুতে এসেও
আমার জন্য বিন্দুমাত্র জায়গা ছিলো না।
এই ভালোবাসা, আমায় করলো হতাশা
ডুব সাঁতার দিয়ে প্রেমের ঋণ সাগরে,
আমি তলিয়ে গেলেম একেবারে।
*********************
০৩রা নভেম্বর ২০২১।