তোমার স্পর্শ আজ খুব অনুভব করছি,
কেমন জানি একটা রেশ রয়ে গেলো।
সেদিনের পর থেকে,
আর কখনো চন্দ্রিমা উদ্যানে যাওয়া হয়নি,
খোলা নীলাকাশ দেখা হয়নি,
রাত গড়িয়ে ভোর অবধি জেগে থাকা হয়নি,
পূর্ণিমার চাঁদের আলো দেখিনি,
তুমি না, বড্ড অদ্ভুত দর্শন দেখিয়ে দিলে আমায়।

ভালো আছো, নাকি ভালো রেখেছো.?
মনে পড়ে আমায়, নাকি ভুলতে বসেছো.?
আচ্ছা তুমি কি রান্না করা শিখেছো.?
আমায় তো কখনো কিছু বানিয়ে খাওয়ালে না,
তোমার হাতের রান্না খুব খেতে চেয়েছিলাম,
বারংবার শুধু একটাই অজুহাত ছিলো তোমার,
তুমি রান্না করতে জানো না,
বোধহয় এখন খুব পাকা রাঁধুনি।

সময়ের ক্ষন তোমায় অনেক দূরে টেলে দিলো,
আসতে ইচ্ছে করে,সেই পুরনো সময়ের কাছে.?
তোমার জন্য হাজার অভিযোগ,
অভিমান, আদর জমে বরফপূর্ণ হয়ে আছে।
এসব কিছু তোমারই পাওনা।
জানি আসবে না,
এ-ও জানি তোমার সময় হবে না।

আচ্ছা শুনো, একটু মন দিয়ে শুনো,
যদি কখনো আসতে ইচ্ছে করে,
তবে অবশ্যই আমার প্রথম টিউশনের টাকা
দিয়ে তোমায় ঠিক যে লাল শাড়ি টা
উপহার দিয়েছিলাম, সেটা পরে এসো।
তুমি খুব সুন্দর ভালো মানাবে তোমায়,
কপালে টিপ পোরো কিন্তু,
দু'চোখে গাঢ় করে কাজল দিও,
চুড়িগুলো পরতে ভুলো যেও না,
লম্বা চুলগুলো খোলা রেখো, আমি বেঁধে দেবো,
সাথে গোলাপ আর বেলীফুলের মালা
গুঁজে দেবো তোমার খোঁপায়,
ও ভালো কথা, ঠোঁট দু'টো রাঙিয়ে এসো।💓

আসলেই তুমি এসেছিলে,
একদম আমার বর্ণনায় বর্ণীলভাবে সেজেগুজে।
গাড়িটা খুব সুন্দর তো, দামীও মনে হয়।
শেষবিদায় জানাতে আমার জন্য উপহার
এনেছিলে নিজের হাতে,
তবে সারাজীবন এক হতে নয়।
বলেছিলে এসব কিছু তোমার জন্য,
অবশ্যই ব্যবহার কোরো।

💛হাত ঘড়ি - যে ঘড়িটা এখন মনে করিয়ে দেয় তুমি অন্যকে সময় দিচ্ছো।
💚টিস্যু - যখন খুব ঘাম ঝরে, টিস্যু ব্যবহারের সময় ভাবি,
তোমার অফিসার যখন বাসায় এসে ক্লান্ত শরীর নিয়ে নুইয়ে পড়ে বিছানায়, শাড়ির আঁচল তার মুখমন্ডল ও শারিরীক ক্লান্তি মুছে দেয়।
💜ডায়েরি - যার প্রত্যেকটি পাতায় শুধু তোমার কথা লেখা আছে। কবে তুমি চাইবে এই ডায়েরির পাতাগুলো, কবে তুমি চাইবে সেসব আমি শুনাবো।
💙নীল রঙের শার্ট - কোন এক কবি বলে গিয়েছিলেন,বেদনার রঙ নীল হয়, সেটাও তোমার মনে ছিলো কি-না জানি না, তবে হ্যাঁ বুকভরা বেদনা নিয়ে শার্টটি এখনো পরি।
❤গোলাপ ফুল - সত্যি খুব ভালোবেসেছি, তোমার দেওয়া শেষ গোলাপ ফুল গুলো যত্ন করে রেখে দিয়েছি, পাপড়ি গুলো শুকনো হয়ে ঝরে পড়ছে আমার অশ্রুজলের মতোই।
🤍গল্পের বই - আমার প্রিয় গল্পের বইটি তোমারই দেওয়া। ভাবতে অবাক লাগলেও এটাই সত্যি সেই গল্পের বইটিতে শেষ পরিনতি আমাদের গল্পের মতোই।

এতোকিছু আমায় দিয়ে গেলে,
আর আমি কিছুই আনতে পারলাম না,
দিতে পারলাম না সেদিন তোমাকে,
অশ্রুসিক্ত মুহূর্তে দুজনের পথ আলাদা হলো,
শেষবেলায় খালি হাতে তোমায় বিদায় দিলাম।
যা দিয়েছিলাম সর্বোচ্চ ভালোবাসা,
সেটাও অপ্রাপ্তি, ভরাডুবি তে ডুবে গেলো.!!
★★**★★**★★**★★**★★**★★

✍️৭ই এপ্রিল ২০২৩ইং