স অ ব লিখে যায় আকাশ নীলে,
মেঠোপথ,ভাটিয়ালী,নঁকশীকাথা...বাউন্ডুলে...
পাঁজরের শিক ভাঙে
তামাটে যন্ত্রনায়,
ভুলভালে...ফেঁপে ওঠা বুকের জলে...
না,জল লিখিনা।
অক্ষরের গভীরতায় কতোটা যন্ত্রনা লুকিয়ে থাকে
কে জানে...
জমানো কুয়াশারা শিশির হয়
রোদের ডগায় মৃত্যু লিখে...
কপোতাক্ষের জল ঘেঁসে
বেড়ে ওঠা স্বপ্নেরা খুব বিবর্ন হয়...
আমি বাবুই লিখি সময়ের উড়াউড়ি,তালপাখা...জলের ছাঁয়ায়...
লিখি ভালবাসা...চুমুর শিরোনাম...
স্পর্শ
আর...আর...
চোখ
নদী
স্রোত
ভুল করেও তুই লিখি না...