আর একবার পৃথিবীর দিকে নির্পলক তাকায়
নিপুন করাঙ্গুলি খোঁজে অসভ্য ত্রিপাদভূমি
আর বাসনারা গুমরে ফেরে ডানা ঝাপটায়
সমস্ত আশা হয় ব্যথাহত নিঃসীম নিলীমা
কান্নার সৌরভ খোঁজে প্রান্তের অলিগলি
বধকের ছোড়া তীর বেধে হৃদয়ে
চৌচির হয় পূনর্বার ব্যথার শ্রাবন
অবিরল নেমে আসে ঝরনা,কবোষ্ণ কুয়াশাও
থেমে যায় হঠাৎ ইচ্ছার ধুসর পান্ডুলিপি
প্রলেপ পড়ে হৃদয়ের শ্বেতবস্ত্রে
এবং আমি ফিরে আসি পূনর্বার হূদয় প্রকোষ্ঠে


লেখা- ২১-০৩-৯২ ইং তারিখ
খুঁজে পেতে পুরোন একটি নোটবুক থেকে
লেখাটি সম্পাদনা ছাড়া হুবহু তুলে দেওয়া হলো।