এক-
ঠাহর পাইনা ঠিকঠাক
স্পন্দনে পাপড়ি জড়ানো ঠোঁট ঘুম
অতল বিহ্বলতায়- ঠাঁইহীন সুরে...
ভয়ের স্বপ্ন আসে ঘুম ঘোরে
তবু তুই আসিস না...
বুক জুড়ে তুই হারানোর ভয়...
জানিসতো আমাকে .,.
খুব কাছে সীমানা...
কাঁটাতারের দুপুর ঘেরা টোপে
সুর্যাস্তে রক্তঝরে অস্তাচলে...
রোজ রাত হয়
একাকী আঁধার ঢাকি ... খুঁজি তোকে
এক জনম রাতের ঠোঁটের চুমুকে
তোকে নিয়ে ঘুম পাড়ি দেব.,..
দুই-
সুখ ডোবে...
নোনতা বাতাসের আদ্রতায়
চোয়াল গড়ায় চোখ ঝরা বিসর্গের জল
শুষে খায় তৃষার্ত বালিশ- তোষকে
তুমিময় স্মৃতি গুলো অসুখের সাথে
সন্ধি উড়াই
চোখের পাতায় হুলিয়া নির্ঘুমের
স্মৃতিরা রাত জাগা হয় বুঝি
অধ্যায় জুড়ে ছোপ ছোপ অসুখ
আমি অসুখের জল রঙা ক্যানভাস
সুখ ধোঁয়া আল্পনা -
প্রেক্ষাপটে রঙচটা তুলির আঁচড়ে
চন্দ্রবিন্দুর দীর্ঘশ্বাস,...
বিন্দু ছেড়া রাতের পাঁজরে
ডুকরে ওঠা বিবর্ণ আর্তনাদ তুমিহীনে
এবার রাত হলে
দীর্ঘ চুমুর পৌরানিক রুপকথা লিখে দেবো
অস্থির রঙে
তিরতিরে তুলি আঁচড়ে