দুঃখের অনুবাদ বুঝিনা বলেই
রঙিন আঁকি মানচিত্র খুশির শিল্পকলায়।
অচল ডিঙিই আটকে থাকা কপোতাক্ষ জলের সম্পাদনা করতে পারিনা।
এমনকি এপার ওপার যাত্রাপালার গানেও।
কিইবা যায় আসে !বলো?
প্রেক্ষাপট জুড়েই যখন পুতুল নাচের আসর
তখন নাচের ক্লাসিক মুদ্রার প্রয়োজনই বা কি?
ডুগডুগি আর বাউল, আখড়ায় অলস সন্ধ্যার পত্রলিপি
আর সিদ্ধি ধোঁয়ায় সিদ্ধ্য পুরুষের আক্ষেপের জলরং
এই যে সপ্তপদীর হাহাকার ...
গেরুয়া স্বপ্নের দ্বান্দ্বিক বিভাজন
দ্বৈত স্বত্বার আরণ্যক আত্মাহুতি
কতোটাই আর বুকে ধরে
দ্বীপাবলীর কান্না অথবা
আমি ও আমাদের জলবসন্তের
অভিলাষের কিউবিক প্রতিলিপি!
পাতাঝরা দুপুর দহন?